বাকলিয়ায় আগুনে পুড়ল প্লাস্টিক ঝুটের গোডাউন

চট্টগ্রাম নগরীর বাকলিয়ার রাজাখালী এলাকায় অগ্নিকাণ্ডে প্লাস্টিকের ঝুটের গোডাউন পুড়ে ছাই হয়ে গেছে।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) বিকালে প্লাস্টিকের ঝুটের গোডাউনে এই ঘটনা ঘটে।

আগুনে ১০ লাখ টাকার কয়ক্ষতি হয়েছে। ২৫ লাখ টাকার মালামাল উদ্ধার হয়েছে বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিসের কর্মকর্তা সাইফুল ইসলাম।

সাইফুল ইসলাম বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সিগারেটের উচ্ছিষ্ট অংশ থেকে আগুনের সূত্রপাত হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লামাবাজার ও নন্দনকানন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

আইএমই/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm