বাইরে থেকে আসা পণ্যের মোড়ক ফেলে রাখুন ৭২ ঘন্টা, পরামর্শ বিশেষজ্ঞদের

করোনাভাইরাসের ঝুঁকি এড়াতে বাইরে থেকে আসা যে কোনো পণ্যের মোড়ক ৭২ ঘণ্টা পর্যন্ত না ধরে ফেলে রাখার পরামর্শ দিয়ে একদল ব্রিটিশ গবেষক বলেছেন, করোনাভাইরাস যেন কোথাও ছড়াতে না পারে সেজন্য প্যাকেজ ও ডেলিভারি ৭২ ঘণ্টা পর্যন্ত না ধরে ফেলে রাখতে হবে।

যুক্তরাজ্যের বাথ, ব্রিস্টল এবং সাদাম্পটন বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য বিশেষজ্ঞ ও মনোবিজ্ঞানীদের এই পরামর্শ প্রকাশ করা হয়েছে ‘জার্ম ডিফেন্স’ নামে একটি ওয়েবসাইটে। করোনার ঝুঁকি এড়াতে ওই বিশেষজ্ঞরা বাড়িতে নিয়মিতভাবে জিনিসপত্রের ওপর জীবাণুনাশক ছিটানো এবং পরিবারের সদস্যদের মধ্যে একজনের তোয়ালে আরেকজন ব্যবহার না করার মতো উন্নততর স্বাস্থ্য ব্যবস্থা গ্রহণের পরামর্শ দিয়েছেন।

বাথ বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের ডা. বেন আইনওয়ার্থ বলেন, ‘এই তথ্য পেতে হয়তো আপনার ১০ মিনিট সময় লাগবে। কিন্তু এটা আপনাকে যেমন করোনাভাইরাস থেকে রক্ষা করতে পারে, তেমনি জীবনভর সর্দি ও ফ্লুর উপশমও মিলতে পারে।’

অন্যদিকে ব্রিস্টল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক লুসি ইয়ার্ডলি বলেন, ‘বেশিরভাগ মানুষ মনে করেন, পরিবারের কোনো সদস্য অসুস্থ হলে অন্যদের আক্রান্ত না হওয়াটা ভাগ্যের ওপর নির্ভর করে। কিন্তু আমরা দেখেছি, জার্ম ডিফেন্সের পরামর্শ যারা মেনে চলেছেন, তাদের মধ্যে তেমন সংক্রমণ নেই এবং তাদের সাথে থাকা লোকেরাও রক্ষা পাচ্ছেন।’

সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!