বাইক ট্রাভেলার বেশে ভ্রমনের নামে ফেনসিডিল সরবরাহ করছিল মফিজুল ইসলাম (৩৮) নামের এক মাদক ব্যবসায়ী। কিন্তু শেষ পর্যন্ত ধরা পড়ে র্যাবের জালে।
মঙ্গলবার (২৭ মে) দিবাগত গভীররাতে চট্টগ্রামের সীতাকুণ্ড থানার বাংলাবাজার চেকপোস্টের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব।
গ্রেপ্তারকৃত মফিজুল ইসলাম আকবরশাহ থানার মালিপাড়া আশ্রম রোডের সামশুল আলমের ছেলে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের সীতাকুন্ড বাংলাবাজার এলাকায় বিশেষ চেকপোস্ট স্থাপন করে র্যাব। যাত্রীদের তল্লাশী চলাকালে বাইক ট্রাভেলার মফিজুল ইসলামকে র্যাবের সন্দেহ হয়। পরে তার কাঁধে থাকা স্কুলব্যাগ ও মোটরসাইকেল তল্লাশী করে ৯৮ বোতল ফেনসিডিল উদ্ধার করে।
পরে তাকে জিজ্ঞাসাবাদে র্যাব জানতে পারে, গ্রেপ্তাকৃত মফিজুল ইসলাম দীর্ঘদিন ধরে কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন স্থানে পাইকারী ও খুচরা মাদক ব্যবসায়ীদের কাছে বিক্রি করে আসছে।
উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৪৯ হাজার টাকা। এ ব্যাপারে থানায় মামলা করা হয়েছে।
আইএমই/এমএফও