বাইক আরোহীর ব্যাকপ্যাকে ৪ কোটি ৩৮ লাখ টাকার ইয়াবা

চট্টগ্রামের আনোয়ারায় ৪ কোটি ৩৮ লাখ টাকার (১ লাখ ৪৬ হাজার) ইয়াবাসহ ৩ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন টেকনাফের দমদমিয়া নীলা ইউনিয়নের নুরুল হকের ছেলে মাহমুদুল হক (২৩), লেঙ্গুরবিল এলাকার সালেহ আহমদের ছেলে মো. ইব্রাহিম (২৬) ও খলিলুর রহমানের ছেলে জাহেদ হোসাইন (২৫)।

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) দুপুরে জেলা পুলিশের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়েছে।

সংবাদ সম্মেলনে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এসএম রশিদুল হক বলেন, গ্রেপ্তার তিনজনের মধ্যে দুইজন কলেজ শিক্ষার্থী এবং একজন কৃষক। ধারণা করা হচ্ছে তারা টাকার লোভে এ কাজ করেছে। পালিয়ে যাওয়া ব্যক্তিকে আটকের চেষ্টা করছে পুলিশ। গ্রেপ্তার তিনজনের বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদ সম্মেলনে চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দীন মাহমুদ সোহেল, অতিরিক্ত পুলিশ সুপার (পটিয়া সার্কেল) মো. তারিক রহমান, সহকারী পুলিশ সুপার (আনোয়ারা সার্কেল) মো. মফিজ উদ্দিন, আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম দিদারুল ইসলাম সিদকার, পটিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম উপস্থিত ছিলেন।

চট্টগ্রাম জেলা পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে ভিত্তিতে পটিয়া ও আনোয়ারা থানা পুলিশের যৌথ অভিযানে আনোয়ারা উপজেলার কালাবিবির দীঘির মোড় এলাকায় চেকপোস্ট বসিয়ে দুটি মোটরসাইকেলে আরোহীদের থামার সংকেত দিলে তারা মোটরসাইকেল রেখে দ্রুত পালানোর চেষ্টা করে। পুলিশ তাদের ধাওয়া করে তিনজনকে গ্রেপ্তার করলেও একজন পালিয়ে যায়।

এ সময় গ্রেপ্তারকৃতদের তল্লাশি করে তাদের সঙ্গে থাকা দুটি ব্যাকপ্যাকে মোট ১৪টি ইট সদৃশ্য কাগজে মোড়ানো প্যাকেটে ১০ হাজার করে মোট একলাখ ৪০ হাজার ইয়াবা এবং ৩০টি নীল রংয়ের প্যাকে ২০০টি করে মোট ৬ হাজারসহ সর্বমোট এক লাখ ৪৬ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া এসব ইয়াবার আনুমানিক মূল্য ৪ কোটি ৩৮ লাখ টাকা। বাইক দুটিও জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm