‘বাংলার মহানায়ক’ নিয়ে ফেনীতে সেলিম আল দীন মেলায় নাট্যাধার

ফেনীতে আগামী ৫ মার্চ থেকে অনুষ্ঠেয় সেলিম আল দীন মেলায় অংশ নিচ্ছে চট্টগ্রামের গ্রুপ থিয়েটার ‘নাট্য্যাধার’। ফেনী জেলা প্রশাসনের উদ্যোগে এ মেলা সোনাগাজীর মংগলকান্দি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে। মেলার তৃতীয় দিন শনিবার রাত সাড়ে আটটায় নাট্যাধার পরিবেশন করবে এর ১৩তম প্রযোজনা শেখ মুজিবুর রহমানের সংগ্রামী জীবনভিত্তিক যাত্রাপালা ‘বাংলার মহানায়ক’।

এতে ১৯৬৯-এ রেসকোর্স ময়দানে শেখ মুজিবকে ‘বঙ্গবন্ধু’ উপাধী প্রদান থেকে শুরু করে ১৯৭৫- এ ১৫ আগস্ট তাকে হত্যার ঘটনাক্রম তুলে ধরা হবে ।

মিলন কান্তি দে রচিত ও জামাল হোসাইন মঞ্জু সম্পাদিত যাত্রাপালাটির নির্দেশনা দিয়েছেন মোস্তফা কামাল যাত্রা। যাত্রাপালাটির সংগীতে আছেন ডা. দীপংকর দে, আবহ সংগীতে শারমিন সুলাতানা রাশা, রূপসজ্জ্বায় শাহীনূর সরোয়ার, পোশাকে মোস্তফা কামাল যাত্রা, দ্রব্য সম্ভারে হারুন বাবু এবং প্রযোজনা অধিকর্তা হলেন মাসউদ আহমেদ।

এর বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন মো. বাহাউদ্দিন মিরান, মোস্তফা কামাল যাত্রা, শাহীনূর সরোয়ার, আনিস মঞ্জুর সেন্টু, আবুল কাশেম খান, তৌহিদ হাসান ইকবাল, আসিফ উদ্দিন শুভ, দিদার মোরশেদ, মাসউদ আহমেদ, জিসাদ জোহান, রাকিব হোসেন, সুপ্রিয়া চৌধুরী, ফাল্গুনী দাশ, ফারহানা নাসরিন বৃষ্টি, জিনিয়া তাসনীম প্রমুখ।

এসএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!