বাংলাদেশ ব্যাংকের অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিল নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে নীল সমর্থিত মাসুদ-শ্রাবণ প্যানেল। নবনির্বাচিত সভাপতি একেএম মাসুদ বিল্লাহ বাংলাদেশ ব্যাংকে অতিরিক্ত পরিচালক হিসেবে বৈদেশিক মুদ্রা নীতি বিভাগে কর্মরত আছেন। এছাড়া সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত মোস্তফা বর্তমানে ব্যাংকিং রেগুলেশন্স অ্যান্ড পলিসি বিভাগে কর্মরত আছেন।
গত ২০ নভেম্বর বাংলাদেশ ব্যাংকের অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিলের এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে নীল দল সহ-সভাপতি, সহ-সম্পাদক, কোষাধ্যক্ষ, দপ্তর ও সদস্যসহ নয়টি পদে জয়লাভ করে। অপরদিকে কেন্দ্রীয় ব্যাংকের অপর বৃহত্তম হলুদ দল সাংগঠনিক সম্পাদক, প্রচার সম্পাদক ও ৩টি সদস্যসহ ৫টি পদে জয়লাভ করেছে। নবগঠিত সবুজ দল ১টি সহ-সভাপতি পদে জয়লাভ করেছে।
নির্বাচনে অন্য পদে নির্বাচিত প্রতিনিধিরা হলেন সহ-সভাপতি যুগ্ম পরিচালক তানভির আহমেদ, অতিরিক্ত পরিচালক অমিতাভ চক্রবর্তী (সবুজ দল), সহ-সম্পাদক যুগ্ম পরিচালক এইউএম মান্না ভূইয়া ও যুগ্ম পরিচালক মোহাম্মদ তৌফিকুর রহমান খান, কোষাধ্যক্ষ যুগ্ম পরিচালক আফসানা চৌধুরী, সাংগঠনিক সম্পাদক রামেন্দু দাস পলাশ (হলুদ দল), দফতর সম্পাদক সাগর সরকার, প্রচার সম্পাদক শাহ মো. ইয়াকিমুল আলম (হলুদ দল)।
এছাড়া নীল দল থেকে সদস্য নির্বাচিত হয়েছেন—সহকারী পরিচালক মোস্তাক আহমেদ ও সহকারী পরিচালক প্রণয় রায় শুভ। হলুদ দল থেকে সদস্য নির্বাচিত হয়েছেন সহকারী পরিচালক শাহরিয়ার রহমান সামস, উপ পরিচালক সাবিকুন নাহার শিরিন এবং সহকারী পরিচালক আবিদ আলী মোগল।
নবনির্বাচিত সভাপতি একেএম মাসুম বিল্লাহ ২০০৬ সালে সহকারী পরিচালক পদে নিয়োগপ্রাপ্ত। সাধারণ সম্পাদক মোস্তফা ২০১১ সালে সহকারী পরিচালক হিসেবে নিয়োগপ্রাপ্ত হন।