বৃহস্পতিবার বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্বের ম্যাচে বদলে যাওয়া চট্টগ্রাম আবাহনীকেই দেখা গেলো গোপালগঞ্জে। মধ্যবর্তী দলবদলে বিদেশিসহ কিছু পরিবর্তন এনেছে চট্টগ্রাম আবাহনী। তাতে দলটিও যেন বেশ বদলে গেছে। শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে চট্টলার জায়ান্টরা ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে স্বাগতিক মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে।
দলে নতুন যোগ হওয়াদের মধ্যে নাইজেরিয়ান এনকোচা কিংসলে এসেছেন মোহামেডান থেকে। দিদারুল ইসলামের পুরোনো ঠিকানা ছিল বাংলাদেশ সেনাবাহিনী। দুই নতুনই প্রথম দিনে গোল উপহার দিয়েছেন চট্টগ্রাম আবাহনীকে। পুরনো মমোদৌ বা করেছেন জোড়া গোল। মুক্তিযোদ্ধার হয়ে একমাত্র গোলটি করেছেন জাপানি মিডফিল্ডার কাতো।
চলমান লিগে চট্টগ্রাম আবাহনীর এটি সবচেয়ে বড় জয়। এই মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের বিরুদ্ধে চট্টগ্রাম আবাহনী প্রথম পর্বে জিতেছিল ১-০ গোলে। এ জয়ে চট্টগ্রাম আবাহনী ১৩ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠ স্থানে উঠলো।
হোম ভেন্যুতে মুক্তিযোদ্ধা প্রথম পর্বে ভালোই খেলেছি। কিন্তু দ্বিতীয় পর্বের সূচনাটা ভালো হলো না তাদের। ১৩ ম্যাচে ১৫ পয়েন্ট মুক্তিযোদ্ধার। ষষ্ঠ স্থানটাও তাদেরকে ছেড়ে দিতে হলো চট্টগ্রাম আবাহনীকে।