বাংলাদেশ কিশোরদের সামনে উড়ে গেল শ্রীলঙ্কা

সাফ অনূর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপ

নেপালের কাঠমান্ডুতে সাফ অনূর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত শুরু করেছে বাংলাদেশ। শনিবার (২১ সেপ্টেম্বর) নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের কিশোররা ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে শ্রীলংকাকে। গোল করেছেন তানবির হোসেন, ফাহিম মোর্শেদ ও ফয়সাল আহমেদ ফাহিম।

প্রথম মিনিটেই শ্রীলংকার জালে বল পাঠান বাংলাদেশের তানবির হোসেন। তবে লংকানরা প্রতিরোধ গড়ে ৭৬ মিনিট পর্যন্ত বাংলাদেশকে ১-০ গোলেই আটকে রাখে। ৭৭ মিনিটে দ্বিতীয় গোল করেন ফাহিম মোর্শেদ। ৮৬ মিনিটে ব্যবধান ৩-০ করেন ফয়সাল আহমেদ ফাহিম। টুর্নামেন্টে বাংলাদেশ খেলছে ‘বি’ গ্রুপে। আরেক প্রতিপক্ষ ভারত। ‘এ’ গ্রুপের দলগুলো হলো- নেপাল, ভুটান ও মালদ্বীপ। সোমবার ভারতের সঙ্গে ড্র করলেই টুর্নামেন্টের সেমিফাইনালে উঠে যাবে বর্তমান রানার্সআপ বাংলাদেশ।

গত আসরে নেপালের সঙ্গে সমান পয়েন্ট নিয়েও হেড টু হেডে পিছিয়ে রানার্সআপ হয়েছিল বাংলাদেশের যুবারা।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm