বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনার পীঠস্থান: হেলাল আকবর চৌধুরী বাবর

‘যুগ যুগ ধরে চিরায়ত বাংলা সর্বজনীন বোধে অসাম্প্রদায়িক চেতনার পীঠস্থান। ধর্মীয় ভেদ বুদ্ধিতে এই দেশ স্বাধীন হয়নি। বঙ্গবন্ধু এই দেশ স্বাধীন করেছেন অসাম্প্রদায়িক চেতনার ভিত্তিতে। যার ধারাবাহিকতা রক্ষা করে যাচ্ছেন বঙ্গকন্যা জননেত্রী শেখ হাসিনা। তার পরশে বাংলাদেশ এখন সুসজ্জিত একটি দেশ। ধর্মীয় ভাবধারায় যার যার ধর্ম সেই নির্বিঘ্নে পালন করে যাচ্ছে শেখ হাসিনার বদৌলতে।’

কেন্দ্রীয় যুবলীগের সাবেক নেতা হেলাল আকবর চৌধুরী বাবর চট্টগ্রাম নগরীর এনায়েত বাজারে একটি পূজা মণ্ডপ পরিদর্শনের সময় এসব কথা বলেন।

সোমবার (৩ অক্টোবর) রাতে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দূর্গোৎসবের অষ্টমী পূজায় এনায়েত বাজার কেদার নাথ তেওয়ারী কলোনী দুর্গাপূজা উদযাপন পরিষদে পূজা পরিদর্শন করেন হেলাল আকবর চৌধুরী বাবর।

এসময় উপস্থিত ছিলেন মহাদেব ঘোষ, বিপু ঘোষ বিলু, শিবু প্রসাদ চৌধুরী, সুজিত ঘোষ, দিপু নাথ, রতন ঘোষ, মোরশেদ আলম, মো. ফরিদ, দেলোয়ার হোসেন ও সনাতন ধর্ম সংসদের উত্তম দে, প্রকাশ ষোষ, অজিত ভট্টাচায, অরুন দে, বিপ্লব দে, টুটুল মজুমদার, পিন্টু প্রসাদ, রাহুল ভট্টাচার্য, সৌরভ চৌধুরী বাহাদুরসহ অন্যান্য নেতৃবৃন্দ।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm