বাংলাদেশের বর্ণিল বিজয়গাথা

কিছু বর্ণনা এতোই বর্ণিল যে আপনি তার বর্ণনা দিলে রঙ হারাবে, আপনাকে তা দেখেই অনুভব করতে হবে। উইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের এই বিজয়ের বর্ণনা, সুন্দর চিত্রপটে অসুন্দরের প্রলপের মতো।

উইন্ডিজ ইনিংসের শেষের কয়েকটা ওভারে আমাদের বোলিং ছিল অসাধারণ। মূলত ওখান থেকেই বাংলাদেশের আশার বাতি জ্বলে উঠে। মোস্তাফিজ-সাইফ ‘মোড়’ ঘুরিয়ে যে পথ দেখিয়ে দিয়েছে, ওই পথেই সঠিক পদক্ষেপ ফেলেন সৌম্য-তামিম। চলার পথে মাঝখানে একবার খেই হারালেও তার পরের ইতিহাস, বীরত্ব- ক্রিকেট পঞ্জিতে খুব একটা লেখা নেই। ইতিহাসের কয়েকটা বিরল পাতার সাথে আরো একটা যোগ করলো সাকিব-লিটন।

উইন্ডিজেত স্কোর সাড়ে তিনশোর ঘর ছোঁয়ার নিশ্চিত পথেই ছিল। এই নিশ্চয়তাকে অনিশ্চয়তার মোড়ক পরিয়ে দেন আমাদের ‘ডেথ’ ওভারের নায়করা। তার পরই আমরা বিজয়ের আশ্বাস ও বিশ্বাস দুটোই পেয়ে যাই। অবশেষে রচিত হলো সাকিব-লিটনের বীরত্বগাথা।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!