বাংলাদেশি তরুণদের চীনে চাকরির সুযোগ জব ফেয়ারে

0

বাংলাদেশি তরুণদের চীনে চাকরির সুযোগ দিচ্ছে চট্টগ্রাম নগরীর নাসিরাবাদ পলিটেকনিক্যাল এলাকার বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (বিকেটিটিসি)।

শুক্রবার (৩ জানুয়ারি) সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে ‘জব ফেয়ার ও কর্মী বাছাই’। কোয়ালিটি কন্ট্রোলার, অপারেটর ও সহকারী অপারেটর পদে বাছাই করা হবে কর্মী। মাসিক বেতন প্রায় ৩৮ হাজার টাকা। স্নাতক বা সমমান ডিগ্রিধারী বাংলাদেশি যুবকেরা আবেদন করতে পারবেন।

জানা যায়, এ পর্যন্ত প্রায় ৭০০ আবেদন জমা পড়েছে প্রতিষ্ঠানটিতে।

s alam president – mobile

জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের উপ-পরিচালক (চলতি দায়িত্ব) মো. জহিরুল আলম মজুমদার চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আহমদ ইন্টারন্যাশনালের যৌথ উদ্যোগে শিক্ষিত বেকারমুক্ত সোনার বাংলা গড়ে তোলার লক্ষ্যে এ জব ফেয়ার আয়োজন করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘শুক্রবার সকাল ১১টা থেকে বাছাই কার্যক্রম চলবে। জব ফেয়ার থেকে চীনের ন্যানচাং অফিল্ম হুয়া গোয়াগ টেকনোলজি লিমিটেড কোম্পানিতে বাছাইকৃতদের ২০১৮ সালের আগে স্নাতক বা সমমানের ডিগ্রি অর্জন করতে হবে। এছাড়া ২৩-৪০ বছর বয়সের লোকজন এ জব ফেয়ারের মাধ্যমে চীনে চাকরির জন্য আবেদন করতে পারবেন।’

এসআর/এসএ

Yakub Group

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!