বাংলাদেশিদের সঞ্চয় বাড়লো সুইস ব্যাংকে

সুইজারল্যান্ডের বিভিন্ন ব্যাংকে (সুইস ব্যাংক) বাংলাদেশিদের সঞ্চয় প্রতি বছরই বাড়ছে ক্রমশ। শুধু সুইজারল্যান্ডের বিভিন্ন ব্যাংকে বাংলাদেশিদের যে পরিমাণ টাকা জমা রয়েছে, তা দেশের অন্তত ১২টি বেসরকারি ব্যাংকের পরিশোধিত মূলধনের সমান।

সুইস ন্যাশনাল ব্যাংকের সর্বশেষ প্রকাশিত প্রতিবেদনে দেখা গেছে, ২০১৯ সালে বাংলাদেশিদের মোট সঞ্চয়ের পরিমাণ ছিল সাড়ে ৫ হাজার কোটি টাকা। এর আগের বছরে এই পরিমাণ ছিল ৫ হাজার ৫২৪ কোটি টাকা। ২০১৭ সালে বাংলাদেশিরা মোট সঞ্চয় করেছিল ৪ হাজার ১৩৯ কোটি টাকা। প্রতি সুইস ফ্র্যাংকের বিনিময় হার বাংলাদেশি মুদ্রায় বর্তমানে ৮৯ টাকা। এভাবে সুইস ব্যাংকে প্রতি বছরই বাড়ছে বাংলাদেশিদের সঞ্চয়ের পরিমাণ।

তবে বাংলাদেশিদের মধ্যে কেউ নাগরিকত্ব গোপন রেখে টাকা জমা করলে সেই তথ্য বাংলাদেশের তালিকায় যুক্ত হবে না।

আমানত রাখার ক্ষেত্রে এ বছরও বিশ্বে প্রথম অবস্থানে রয়েছে যুক্তরাজ্য। অন্যদিকে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ভারত ও পাকিস্তানের পরেই রয়েছে বাংলাদেশের অবস্থান। তবে সর্বশেষ প্রকাশিত প্রতিবেদনে দেখা গেছে, এই দুই দেশের আমানত অনেকটাই কমে গেছে।

সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!