বাঁশখালীর ১৫ পরিবার পেল প্রধানমন্ত্রীর উপহারের ঘর ও জমি

চট্টগ্রামের বাঁশখালীর ১৫ গৃহ ও ভূমিহীন পরিবার পেয়েছে নতুন ঘর। প্রধানমন্ত্রীর উপহার এই ঘর এবং দুই শতাংশ জমির দলিল তাদের হাতে তুলে দেয় জেলা প্রশাসন। এ নিয়ে ১৯৬ পরিবার পেয়েছে আশ্রয়ণ প্রকল্পের ঘর।

বৃহস্পতিবার (২১ জুলাই) সকাল ১১টায় উপজেলা সদরে অফিসার্স ক্লাবে এক সভায় গৃহ ও ভূমিহীনদের ঘর হস্তান্তর করা হয়।

এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চুয়ালি বক্তব্য দেন।

বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইদুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান চৌধুরী মো. গালিব সাদলী।

বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) খোন্দকার মাহমুদুল হাসান, উপজেলা ভাইস চেয়ারম্যান রেহেনা আক্তার কাজেমী, বীর মুক্তিযোদ্ধা আহম্মদ ছফা, পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম রীশু কুমার ঘোষ, বাঁশখালী প্রেস ক্লাবের সভাপতি উজ্জ্বল বিশ্বাস।

এর আগে ১ম, ২য় ও ৩য় পর্যায়ে বাঁশখালীর পৌরসভা, পুকুরিয়া, খানখানাবাদ, চাম্বল এলাকায় ১৮১টি ভূমিহীন-গৃহহীন পরিবারকে ঘর ও দুই শতাংশ জমি উপহার দেওয়া হয়েছিল। বৃহস্পতিবার ১৫ পরিবারসহ বাঁশখালীতে মোট ১৯৬ পরিবার ঘর ও দুই শতাংশ জমি উপহার হিসেবে পেয়েছে।

ইউএনও মো. সাইদুজ্জামান চৌধুরী বলেন, ‘বাকি ৬৬ পরিবার ঘর এবং জমি পেলে বাঁশখালীকে গৃহ ও ভূমিহীনমুক্ত উপজেলা হিসেবে ঘোষণা করা হবে।’

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!