বাঁশখালীর সাবেক এমপি মোস্তাফিজের বিরুদ্ধে আরও দুই মামলা

আসামি সাবেক কৃষি কর্মকর্তা-মেয়র-পাঁচ চেয়ারম্যানও

চট্টগ্রামের বাঁশখালীতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক এমপি মোস্তাফিজুর রহমান চৌধুরীর বিরুদ্ধে আরও দুটি মামলা হয়েছে। এনিয়ে তার মামলার সংখ্যা দাঁড়ালো তিন। তবে নতুন মামলা দুটিতে তার সঙ্গে কৃষি কর্মকর্তা, মেয়র ও পাঁচ চেয়ারম্যানও রয়েছে।

মঙ্গলবার (২৭ আগস্ট) বাঁশখালী সিনিয়র জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আবদুল হামিদের আদালত মামলা দুটি এজাহারভুক্ত করতে ওসিকে নির্দেশ দেন।

কালীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা আমিনুর রহমান চৌধুরী বাদি হয়ে দায়ের করা একটি মামলায় ৭৪ জনের নাম উল্লেখ করে এবং তিন শতাধিক অজ্ঞাত আসামি করা হয়েছে।

মামলায় অভিযোগে বলা হয়েছে, গত ২০২২ সালের ২৬ আগস্ট সাবেক বন ও পরিবেশ প্রতিমন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরীর বাড়ি থেকে শান্তিপূর্ণ মিছিল নিয়ে প্রধানসড়ক গুনাগরীর ভাসান্যারট্যাক এলাকায় পৌঁছলে আসামিরা দলবদ্ধ হয়ে ককটেল, বোমা, বন্দুকের গুলি ছুঁড়ে এবং লাঠি-সোটা দিয়ে আঘাত করে বিএনপি-যুবদল-ছাত্রদলের ৩০ জন নেতাকর্মীকে আহত করেছিল।

এছাড়া অপর মামলাটি করেন সরল ইউনিয়নের সাবেক ইউপি সদস্য বিএনপি নেতা জাফর আহমদ। সেটিতে ৩৮ জনের নাম উল্লেখ ও ১৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

মামলার অভিযোগে বাদি উল্লেখ করেন, ২০১৬ সালের ১১ মে এবং ২০২২ সালের ১৯ মে দু’বারই তিনি সরল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হয়েছিলেন। প্রতিবারই আসামিরা অপহরণের পর তাকে মারধর এবং চেয়ারম্যান পদে নির্বাচনে প্রার্থীতা ফরম কেড়ে নেন। নির্বাচন ছাড়া আসামি রশিদ আহমদ চৌধুরী চেয়ারম্যান হয়ে গিয়েছিলেন।

এর আগে গত ২০ আগস্ট এমপি’র বিরুদ্ধে জায়গা-জমি দখল ও বাগান লুট-পাটের অভিযোগে আরও একটি মামলা করেন কালীপুর ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপি নেতা নুরুল হক।

আরও জানা গেছে, মঙ্গলবার দায়ের করা মামলা দুটিতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক এমপি মোস্তাফিজুর রহমান চৌধুরী ছাড়াও আসামি হিসেবে আছেন— বাঁশখালী উপজেলার সাবেক কৃষি কর্মকর্তা এবং তৎকালীন ইউপি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. শহীদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল গফুর, বাঁশখালী পৌরসভার সাবেক মেয়র সেলিমুল হক চৌধুরী, সরল ইউনিয়নের চেয়ারম্যান রশিদ আহমদ চৌধুরী, কালীপুর ইউনিয়নের চেয়ারম্যান আ ন ম শাহাদাত আলম, বৈলছড়ি ইউনিয়নের চেয়ারম্যান কপিল উদ্দিন, চাম্বলের ইউপি চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী এবং খানখানাবাদ ইউনিয়নের চেয়ারম্যান জসিম উদ্দিন হায়দার, বাঁশখালী আলাওল ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ মো. ইদ্রিসসহ আরও অনেক নেতা-কর্মী এবং ইউপি সদস্য।

বাদির আইনজীবী নুরুল আবছার বলেন, আদালত মামলা দুটি এজাহারভুক্ত করে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণে থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।

বাঁশখালী থানার ওসি তোফায়েল আহমদ বলেন, দুটি মামলা হয়েছে শুনেছি। মামলার এজাহার থানায় পৌঁছলে, আদালতের নির্দেশনা অনুযায়ী আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm