চট্টগ্রামের বাঁশখালীর এক যুবককে কাতারে ঘুমন্ত অবস্থায় গলাকেটে খুন করেছে দুর্বৃত্তরা।
নিহত যুবকের নাম আসিফ মুহাম্মদ সায়েম (৩০)। তিনি বাঁশখালী উপজেলার গন্ডামারা ইউনিয়নের দক্ষিণ গন্ডামারা তালুকদার বাড়ির মোহাম্মদ মোজাম্মেল হকের দ্বিতীয় ছেলে।
সোমবার (২০ অক্টোবর) দিবাগত রাতে কাতারে তার নিজ বাসায় এ ঘটনা ঘটে।
পরিবার সূত্রে জানা গেছে, প্রায় চার বছর আগে জীবিকার সন্ধানে পাড়ি জমান মধ্যপ্রাচ্যের দেশ কাতারে। পরিবারে তিনিই ছিলেন একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। রাতে ঘুমের মধ্যে দুর্বৃত্তরা তার গলাকেটে পালিয়ে যায়। খবর পেয়ে কাতার পুলিশ মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে রেখেছে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে হত্যাকারীদের শনাক্তের চেষ্টা চলছে।
নিহতের পিতা মোহাম্মদ মোজাম্মেল হক কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার ছেলেকে খুন করে ফেলল। একমাত্র সে সংসার চালানোর ভরসা ছিল।
প্রিয় সন্তানকে হারিয়ে বাকরুদ্ধ পরিবার। ভাই হারিয়ে শোকে ভেঙে পড়েছেন সায়েমের ভাই-বোনরা। এলাকাবাসী দ্রুত মরদেহ দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন।
এএইচ/ডিজে



