বাঁশখালীতে সড়ক দুর্ঘটনায় আহত ব্যবসায়ী মারা গেলেন চমেকে

চট্টগ্রামের বাঁশখালীতে সড়ক দুর্ঘটনায় আহত ব্যবসায়ী আব্দুর রহিম (৫১) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। দুর্ঘটনার চারদিন পর সোমবার (৬ জুলাই) সকাল ৯টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

আব্দুর রহিম ছনুয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের খুদুকখালী গ্রামের কাতেবীপাড়ার করম আলীর ছেলে।

এর আগে বৃহস্পতিবার (২ জুলাই) বাঁশখালীর উপজেলার পুঁইছড়ির প্রেমবাজার এলাকায় কাভার্ড ভ্যানের সঙ্গে অটোরিক্সার সংঘর্ষ হলে গুরুতর আহত হন আব্দুর রহিম। স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে বাঁশখালী হাসপাতাল ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা করে। এ সময় অটোরিক্সা চালক মো. ইউসুফ (৪০) গুরুতর আহত হয়। তাকে বাঁশখালী হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম মজুমদার বলেন, প্রেমবাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত ব্যবসায়ী মারা গেছেন।

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm