বাঁশখালীতে বাইকের ধাক্কায় পথচারী নিহত, চালকসহ আহত ২

1

চট্টগ্রামের বাঁশখালীতে বাইকের ধাক্কায় নুরুল আবছার সিকদার নামের ৬৫ বছর বয়সী এক পথচারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ মার্চ) বিকালে গণ্ডামারার আলেকদিয়া চর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছে আরও দু’জন। তারা হলেন- বাইক চালক আনোয়ারুল ইসলাম ও আরোহী মাইমুনুর রশিদ। আহত আনোয়ারুল ইসলাম গণ্ডামারার ইউপি সদস্য মো. আনসারের ছেলে। তবে আরেকজনের পরিচয়া পাওয়া যায় নি।

বিষয়টি নিশ্চিত করেছেন বাঁশখালী থানার এসআই রুবেল আফ্রিদি। তিনি বলেন, ‘এ ব্যাপারের থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।’

এএইচ

s alam president – mobile

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!