বাঁশখালীতে চলছে র‌্যাবের অভিযান, দুই সহোদর ‘বন্দুকযুদ্ধে’ নিহত

0

চট্টগ্রামের বাঁশখালীর সরল ইউনিয়নের মধ্য সরল গ্রামে অবৈধ অস্ত্র উদ্ধারে গিয়ে ‘বাধার মুখে’ পড়েছে র‌্যাব। এসময় ডাকাতদল ও র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধের’ ঘটনায় দুই ব্যক্তি নিহত হয়েছেন। বাঁশখালী থানার পরির্দশক (তদন্ত) কামাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শুক্রবার (২১ জুন) দুপুর একটার পর থেকে শুরু হওয়া অভিযান এখনও চলছে। এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

নিহতরা হলেন একই গ্রামের আপন সহোদর জাফর আহমেদ (৪৫) ও খলিল আহমেদ (৪০)। তাদের বিরুদ্ধে সাগরে দস্যুতা ও অস্ত্রব্যবসার অভিযোগ রয়েছে। ঘটনাস্থল থেকে বিদেশি পিস্তলসহ আটটি আগ্নেয়াস্ত্র ও কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। জাফরের বিরুদ্ধে খুন ও ডাকাতির ৩৩টি মামলা এবং তার ভাই খলিলের বিরুদ্ধে আটটি মামলা আছে।

s alam president – mobile

অভিযানে অনেকের হতাহতের খবর পাওয়া গেছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন স্থানীয়রা। তবে র‌্যাবের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছুই বলা হয়নি এখনও।

এডি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!