বাঁশখালীতে কিরিচের কোপে আহত ৬

চট্টগ্রামের বাঁশখালীর গন্ডামারা ইউনিয়নে জমি নিয়ে বিরোধে হামলার ঘটনা ঘটেছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে একপক্ষের ধারালো কিরিচের কোপে মারাত্মক জখম হয়েছেন নারীসহ ৬ জন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।

সূত্র জানায়, গন্ডামারা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের লালপুরি নতুন বাড়ি এলাকায় সোমবার বিকেলে সংঘর্ষ হয়। সেখানে কিরিচের কোপে অআহত হন ৬ জন। তাদের মধ্যে রায়হান (২০), সাবেকুর নাহার (৪৫), রেণু আরা বেগম (৪৫) ও রহমত উল্লাহ (৫৫) নামে চারজনকে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহতরা অভিযোগ করেছেন, জমি নিয়ে স্থানীয় বিরোধে নেজাম উদ্দিনের নেতৃত্বে হামলার ঘটনা ঘটে। বাঁশখালী থানায় আগেও তাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রেজাউল করিম মজুমদার বলেন, ‘হামলার খবর শুনেছি। তবে মামলা হয়নি। লিখিত অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।’

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!