বহির্নোঙরে জাহাজ লুটের প্রস্তুতি, ডাকাত সর্দারসহ গ্রেপ্তার ৪

চট্টগ্রামের বহির্নোঙর এলাকায় জাহাজে ডাকাতির প্রস্তুতির সময় দেশীয় অস্ত্র ও ইয়াবাসহ ডাকাত সর্দারসহ ৪ জনকে আটক করেছে কোস্টগার্ড।

রোববার (১৮ জানুয়ারি) রাতে সাংগু নদীর মোহনায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

আটক ডাকাত সদস্যরা হলেন—ডাকাত সর্দার মো. লিটন (৩৮), মো. হাসেম (৪৫), মো. মিন্টু (৩৮) এবং মো. কায়সার (৩৮)।

কোস্টগার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা শাকিব মেহবুব জানান, সাগরে অভিযান চলাকালীন চট্টগ্রাম বহির্নোঙরে সাঙ্গু নদীর মোহনায় সন্দেহভাজন একটি বোটকে ধাওয়া করে আটক করা হয়। বোটে তল্লাশি করে ডাকাতির কাজে ব্যবহৃত ৩ টি দেশীয় অস্ত্র এবং ৪০০ পিস ইয়াবাসহ ৪ জন ডাকাতকে আটক করা হয়।

জব্দ করা আলামতসহ আটক ডাকাতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আনোয়ারা থানায় হস্তান্তর করা হয়।

বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, আনোয়ারা থানার ছিবাতলী ঘাট হতে বোটে করে ডাকাতির উদ্দেশ্যে সাগরে যাওয়া চারজনকে আটক করা হয়।

আটকদের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm