বহদ্দারহাট বাজারে বেশি দামে সবজি বিক্রি, তিন দোকানিকে অর্থদণ্ড

চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট বাজারে মূল্য তালিকা না রেখে বেশি দামে সবজি বিক্রি করছিল দোকানিরা। ভ্রাম্যমাণ আদালতে হাতে ধরা খেয়ে তিন দোকানিকে গুনতে হয়েছে ১৬ হাজার টাকা জরিমানা।

রোববার (১৫ সেপ্টেম্বর) নগরীর বহদ্দারহাট বাজারে এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক ফয়েজ উল্যাহ।

জানা গেছে, মূল্য তালিকা প্রদর্শন না করায় নাজেমের সবজির দোকানকে ৫ হাজার, মামুনুর রশীদের সবজির দোকানকে ৫ হাজার এবং কারচুপির মাধ্যমে ক্রয় ভাউচার না রেখে ক্রয় মূল্য বেশি দেখিয়ে মূল্য বৃদ্ধি করে কাঁচামরিচসহ বিভিন্ন ধরনের দ্রব্যাদি বিক্রির দায়ে ওয়াহেদের সবজির দোকানকে ৬ হাজার টাকাসহ মোট ১৬ হাজার টাকা জরিমানা করা হয়।

উপ-পরিচালক ফয়েজ উল্যাহ জানান, মূল্য তালিকা না থাকাসহ বিভিন্ন অনিয়মে কারণে ৩ সবজির দোকান মালিককে ১৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানে উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক (মেট্রো) মো. আনিছুর রহমান, সহকারী পরিচালক রানা দেব নাথ।

আরএ/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm