চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট এলাকায় একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুন লেগেছে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।
শনিবার (১৮ নভেম্বর) রাত ৯টার দিকে চান্দগাঁও থানার চান্দগাঁও আবাসিক এলাকার ‘এ’ ব্লকের সামনে এই ঘটনা ঘটে।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, কালুরঘাট থেকে চকবাজার নিউমার্কেট রুটে চলা ১ নম্বর বাসে আগুন লাগার ঘটনা ঘটে। বাসটির নাম ‘মাশাল্লাহ পরিবহন’।
প্রত্যক্ষদর্শীরা জানান, গাড়িটি পার্কিং করা অবস্থায় ছিল।
কালুরঘাট ফায়ার স্টেশনের সিনিয়র অফিসার মো. বাহার উদ্দিন চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘রাত ৯টা ৭ মিনিটের সময় আমরা গাড়িতে আগুন লাগার খবর পাই। এরপর দুটি ইউনিট গিয়ে দ্রুত আগুন নির্বাপণ করে।’
তিনি বলেন, ‘গ্যাস সিলিন্ডার থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছি। এতে কেউ হতাহত হয়নি।’
আরএম/ডিজে