বহদ্দারহাটে নকল ভিম ও হারপিকের কারখানার খোঁজ পেলেন ম্যাজিস্ট্রেট

চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট এলাকার শামসু কলোনিতে নকল হারপিক ও ভিম লিকুইড তৈরির কারখানায় অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে আবদুর রহমান নামের এক ব্যক্তিকে দু’মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

এছাড়া অভিযানে ৪০০ বোতল নকল হারপিক ও ২০০ বোতল নকল ভিম লিকুইড পুড়িয়ে ধ্বংস করা হয়।

রোববার (৯ মার্চ) দুপুর ১২টার দিকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্তের নেতৃত্বে এই অভিযান চালানো হয়।

s alam president – mobile

জানা গেছে, আবদুর রহমান নামের ওই ব্যক্তি বহদ্দারহাট সামসু কলোনিতে কারখানা খুলে নকল হারপিক ও ভিম লিকুইডের তৈরি করছিল। এসব নকল হারপিক ও ভিম লিকুইড নগরীর বিভিন্ন জায়গায় পাইকারি বিক্রি করে ভোক্তাদের সঙ্গে প্রতারণা করে আসছিল। জেলা প্রশাসনের অভিযানে আব্দুর রহমানকে ভেজাল হারপিক ও ভিম লিকুইড তৈরির সময় হাতেনাতে আটক করা হয়। এই সময় তাকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।

নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত বলেন, ‘নকল হারপিক ও ভিম লিকুইড তৈরির কারখানায় অভিযান চালিয়ে আবদুর রহমান নামের একজনকে দু’মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। অভিযানে ৪০০ বোতল নকল হারপিক ও ২০০ বোতল নকল ভিম লিকুইড পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।’

সিএম/ডিজে

Yakub Group

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!