বহদ্দারহাটে গুলি ছোঁড়া সেই মিজান র‍্যাবের হাতে ধরা

চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গুলিবর্ষণকারী কিশোর গ্যাং নেতাকে অবশেষে ধরা পড়েছে র‍্যাবের হাতে। ওই সন্ত্রাসীর নাম মোহাম্মদ মিজান (৩৩)।

সোমবার (১৬ সেপ্টেম্বর) ভোর পৌনে ৪টার দিকে চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানার ব্রাহ্মণপাড়া আবুল কালামের কলোনি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র ও মাদক আইনে সাতটি মামলা রয়েছে।

গ্রেপ্তারের সময় তার কাছ থেকে ১ হাজার ২০০ ইয়াবা ও ১টি ছুরি উদ্ধার করা হয়েছে।

গত ১৭ ও ১৮ জুলাই চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট কাঁচাবাজার এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার আন্দোলনে গুলি ছোঁড়েন মিজান। সামাজিক যোগাযোগমাধ্যমে ওই সময় অস্ত্র হাতে তার ছবি ছড়িয়ে পড়ে।

স্থানীয় কাউন্সিলর এসরারুল হকের নেতৃত্বে ওই সময় একদল সন্ত্রাসী বহদ্দারহাট কাঁচাবাজারসহ কয়েকটি স্থানে অবস্থান নিয়ে ছাত্র-জনতাকে লক্ষ্য করে মুহূর্মুহূ গুলি ছোঁড়ে বলে অভিযোগ রয়েছে।

এর মধ্যে মিজান ছাড়াও চান্দগাঁও থানা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মহিউদ্দিন ফরহাদ, যুবলীগ কর্মী জালাল ওরফে ড্রিল জালালের অস্ত্রসহ ছবি গণমাধ্যমে প্রকাশিত হয়।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm