বসত ঘরের আগুনে পুড়ে অঙ্গার তিন ভাই-বোন

রাতের খাবার খেয়ে তখন সবাই গভীর ঘুমে অচেতন। আচমকা এক আগুনে দাউ দাউ করে জ্বলে উঠে পুরো বাড়ি। আগুন মুহূর্তেই ছড়িয়ে পড়ে পুরো ঘরে। বাড়ির বযস্করা তড়িঘড়ি করে বের হয়ে প্রাণে বাঁচলেও আগুনে পুড়ে অঙ্গার হয়ে যায় তিন ‍শিশু। সোমবার (১৫ মার্চ) দিবাগত রাতে কক্সবাজারের চকরিয়ার হারবাংয়ে মর্মান্তিক এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

উপজেলার হারবাং ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সাবান ঘাটা গ্রামে জাকের হোসেন মিস্ত্রির ঘরে আগুন লাগার এই ঘটনা ঘটে। নিহত তিন শিশুই জাকের হোসেনের সন্তান। নিহতরা হলেন মো. জিহাদ (১১), তার দুই ছোট বোন ফৌজিয়া জন্নাত মিম (৯) ও আফিয়া জন্নাত মিতু (৭)।

ঘটনার সত্যতা নিশ্চিত করে হারবাং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জহির উদ্দিন আহমদ বাবর।

এদিকে, চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ শামসুল তাবরীজ বলেন, স্থানীয় জনপ্রতিনিধিরা মর্মান্তিক ঘটনাটি আমাকে জানানোর পর পর ঘটনাস্থলে যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা হয়েছি।

এমএহক

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm