বলিরহাটে নৌকার প্রচারণা নিয়ে সংঘর্ষে যুবলীগ-ছাত্রলীগ, আহত ২

চট্টগ্রাম নগরীর চান্দগাঁওয়ে চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচনের প্রচারণা নিয়ে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুজন গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আহতরা হলেন জাবেদুল ইসলাম (৩০) ও শাহাদাত হোসেন হীরা (৩০)।

চট্টগ্রাম মেডিকেল হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক হামিদ বলেন, ‘বলিরহাটে দুই গ্রুপের সংঘর্ষে আহত দু’জনকে সন্ধ্যা সাতটার দিকে হাসপাতালে আনা হয়েছে। তাদের ক্যাজুয়ালিটি বিভাগে ভর্তি করা হয়েছে।’

স্থানীয় সূত্রে জানা যায়, বিকাল সাড়ে ৪টার দিকে জনসংযোগ শেষে মোসলেম উদ্দিন ও আওয়ামী লীগ নেতারা ওই এলাকা ছেড়ে এলে নগরীর এমইএস কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেনের অনুসারীর সঙ্গে পূর্ব ষোলশহর যুবলীগ নেতা জাবেদুল ইসলামের অনুসারীদের মধ্যে সংঘর্ষ হয়। মূলত উপনির্বাচনের প্রচারণায় নিজেদের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই এ সংর্ঘষের সূত্রপাত হয়। এতে অন্তত ৪ জন আহত হয়েছেন।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ‘বলিরহাটে স্থানীয় দুই পক্ষের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ হয়। পরে তারা নিজেদের মধ্যেই তা মিটিয়ে ফেলে। এখনও কেউ এ বিষয়ে থানায় অভিযোগ করেনি।’

এডি/এসএ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!