আইপিএলের দ্বাদশ আসরেও ফাইনালে উঠেছে বর্তমান চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস। এই নিয়ে দলটি অষ্টমবারের মতো আইপিএলের ফাইনালে উঠলো।
শুক্রবার (১০ মে) আসরের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে দিল্লী ক্যাপিটালসকে ৬ উইকেটে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে মহেন্দ্র সিং ধোনির দল।
বিশাখাপাটনামে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪৭ রান সংগ্রহ করে এলিমিনেটর ম্যাচ জেতা দিল্লী। দলের বেশিরভাগ ব্যাটসম্যানই এদিন বলের সাথে পাল্লা দিয়ে রান তুলতে ব্যর্থ হয়েছেন।
সংক্ষিপ্ত স্কোর
দিল্লী ১৪৭/৯ (২০ ওভার)
পান্ট ৩৮, মুনরো ২৭
ব্রাভো ১৯/২, জাদেজা ২৩/২চেন্নাই ১৫১/৪ (১৯ ওভার)
ওয়াটসন ৫০, ডু প্লেসিস ৫০
বোল্ট ২০/১, অমিত ২১/১ফল: চেন্নাই ৬ উইকেটে জয়ী।
দলের পক্ষে সর্বোচ্চ রান আসে রিশাভ পান্টের ব্যাট থেকে। ২৫ বলের মোকাবেলায় ৩৮ রান করেন তিনি। এছাড়া কলিন মুনরো ২৭ ও শিখর ধাওয়ান ১৮ রান করেন।
চেন্নাইয়ের পক্ষে দুটি করে উইকেট শিকার করেন দীপক চাহার, হরভজন সিং, রবীন্দ্র জাদেজা ও ডোয়াইন ব্রাভো।
জয়ের লক্ষ্যে খেলতে নামা চেন্নাইকে দারুণ শুরু এনে দেন দুই ওপেনার ফাফ ডু প্লেসিস ও শেন ওয়াটসন। যথাক্রমে ৩৯ ও ৩২ বলের মোকাবেলায় দুজনের ব্যাট থেকেই আসে ৫০ রান করে।
৮১ রানে উদ্বোধনী জুটি ভাঙার পর দুই ওপেনারের পাশাপাশি সাজঘরে ফেরেন সুরেশ রায়না ও অধিনায়ক ধোনিও। তবে ব্রাভোকে সঙ্গে নিয়ে আম্বাতি রাইডু জয় নিয়েই মাঠ ছাড়েন, ৬ উইকেট ও ৬ বল হাতে রেখেই।
দিল্লীর পক্ষে একটি করে উইকেট শিকার করেন ট্রেন্ট বোল্ট, ইশান্ত শর্মা, অক্ষর পেটেল ও অমিত মিশ্র।
উল্লেখ্য, ১২ মে ফাইনালে মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস।