বর্ণিল আয়োজনে ভ্যালেন্টাইন ডে ও বসন্ত উৎসব উদযাপন বনজৌরে

চট্টগ্রাম নগরীর অভিজাত বনজৌর রেস্টুরেন্টের উদ্যোগে বর্ণিল আয়োজনে ভ্যালেন্টাইন ডে ও বসন্ত উৎসব উদযাপন করা হয়েছে।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বনজৌরের লবিতে কেক কেটে এবং ভালোবাসা বিনিময়ে দিনটি উদযাপন করেন আমন্ত্রিত অতিথিসহ বনজৌরের সকল পরিচালক এবং কর্মকর্তাবৃন্দ।

ভ্যালেন্টাইন ডে উপলক্ষে রেস্টুরেন্টটি সাজানো হয় ভালোবাসার থিমে। অতিথিদের জন্য নান্দনিক আবহে ক্যান্ডেল লাইট বুফে ডিনার উপভোগের ব্যবস্থা করা হয়। এছাড়া ভালোবাসার বৈচিত্র্যময় কেক আর পেস্ট্রিতে সাজানো ছিল বনজৌরের ভ্যালেন্টাইন ডেজার্ট কর্নার।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দি পূর্বকোণ লিমিটেডের চেয়ারম্যান জসিম উদ্দিন চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র গিয়াস উদ্দিন, উম্মে হাবিবা আঁখি, চট্টগ্রাম সিনিয়রস ক্লাবের প্রেসিডেন্ট ডা. সেলিম আকতার, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের বক্ষব্যাধি বিভাগের বিভাগীয় প্রধান ডা. সরোজ কান্তি চৌধুরী।

এছাড়া অনুষ্ঠানে বনজৌরের ব্যবস্থাপনা পরিচালক পলাশ কান্তি দে-সহ অন্যান্য পরিচালকরাও উপস্থিত ছিলেন।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm