নগরীর সদরঘাট থানাধীন বরিশাল কলোনির মাদক সম্রাট সিরাজুল ইসলামকে গ্রেপ্তার করেছে বাকলিয়া থানা পুলিশ। মাদক ও অস্ত্র আইনে সিরাজের বিরুদ্ধে ৬টি মামলা রয়েছে। সিরাজ কুমিল্লার চৌদ্দগ্রামের মৃত আলী আশরাফের ছেলে।
বৃহস্পতিবার (১৬ মে) দুপুরে নগরীর বাকলিয়া থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেজাম উদ্দিন। তিনি চট্টগ্রাম প্রতিদিনকে জানান, সিরাজুল ইসলাম বরিশাল কলোনির মাদক সম্রাট ছিল। তার বিরুদ্ধে অস্ত্র আইন, মাদ্রক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ও বিশেষ ক্ষমতা আইনে ছয়টি মামলা রয়েছে।
তিনি আরও জানান, পুলিশ বরিশাল কলোনি থেকে মাদক উচ্ছেদের পর সিরাজ গা ঢাকা দেয়। সম্প্রতি সিরাজ পুনরায় মহানগরীর বিভিন্ন স্পটে মাদক বিক্রি চালু করেছে জেনে তাকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সিরাজ তার মাদক ব্যবসা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে।
এফএম/এএইচ