বরিশাল কলোনির সেই সেলিম গ্রেপ্তার

0

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি বরিশাল কলোনির সেলিমকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার সেলিম নগরীর স্টেশন রোড এলাকার‘বরিশাল কলোনিতে’ মাদকে কারবার করতেন।

শুক্রবার (৬ মার্চ) সকালে নগরীর কোতোয়ালী থানার স্টেশন রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসিন জানিয়েছেন।

পুলিশ জানায়, ২০১১ সালে ৩৯০ বোতল ফেনসিডিলসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা সেলিমকে গ্রেপ্তার করলেও পরে তিনি জামিনে বের হন। পরে গত বছর জুলাইয়ে এ ঘটনায় ডবলমুরিং থানার মামলায় তার যাবজ্জীবন কারাদণ্ড দেয়। এরপর থেকে পলাতক ছিলেন সেলিম। এছাড়াও ২০১০ সালে অপর এক মামলায় তার ছয় মাসের সাজা হয়েছিল বলে জানিয়েছে পুলিশ।

s alam president – mobile

এএ/এসএ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!