বন বিভাগের হাতে ধরা পড়লো বিপুল পরিমাণ চোরাই সেগুন কাঠ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড উপজেলার মাদামবিবিরহাট এলাকা থেকে বিপুল পরিমাণ চোরাই সেগুন কাঠ উদ্ধার করেছে চট্টগ্রাম উত্তর বন বিভাগ।

এসময় ৩০০ ঘনফুট সেগুনকাঠসহ বহনকৃত কাভার্ড ভ্যানটি আটক করা হয়। শনিবার (৮ আগষ্ট) ভোর ৫টার দিকে মাদামবিবির হাটের কদমরসুল এলাকা এসব কাঠ উদ্ধার করা হয়।

জানা যায়, শনিবার ভোর ৫টার দিকে চট্টগ্রাম থেকে চোরাই সেগুন কাঠ নিয়ে একটি কাভার্ড ভ্যান ফরেস্ট অফিসে সামনে আসলে গাড়িটিকে থামার সংকেট দেয়া হয়। ওই সময় চালক গাড়িটি না থামিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে গাড়িটিকে ধাওয়া দিয়ে কদমরসুল এলাকায় আটক করা হয়। এ সময় চালকসহ পাচারকারীরা পালিয়ে যায়। ওই কাভার্ড ভ্যান থেকে ৩০০ ফুট সেগুনকাঠ উদ্ধার করা হয়েছে। যার বাজারমূল্যে ৬ লাখ টাকা।

এ বিষয়ে ফৌজদারহাট বিট-কাম-চেক ষ্টেশনের ষ্টেশন কর্মকর্তা নাসির উদ্দিন আহমেদ চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘চোরাইভাবে আনা ৩০০ ফুট সেগুন কাঠ উদ্ধারের ঘটনায় অজ্ঞাত আসামীদের নাম উল্লেখ করে থানায় একটি মামলা দায়ের করা হয়। এছাড়া ঢাকা মেট্রো ট-২২২৭০০ নম্বরের একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়েছে।’

মুআ/এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!