বন্যার্ত ৫০০ পরিবারকে ত্রাণ দিলো চট্টগ্রামের পার্কভিউ হাসপাতাল

চলমান বন্যা পরিস্থিতিতে বন্যা কবলিত ফেনী, মিরসরাই, ফটিকছড়ি এলাকায় ত্রাণ সহায়তা ও বস্ত্র বিতরণ করেছে চট্টগ্রামের পার্কভিউ হাসপাতাল লিমিটেড।

শুক্রবার (৩০ আগস্ট) দিনব্যাপী ফেনীর লালমিয়া ডাক্তার বাড়ি শিবপুর, ১ নম্বর ওয়ার্ড এবং বিভিন্ন গ্রামে ৫০০ জন মানুষকে চাল, ডাল, তেল, আলু, মসলা ও নিত্য প্রয়োজনীয় খাবার সামগ্রী, শাড়ি, লুঙ্গি বেড শিট বিতরণ করা হয়েছে।

পার্কভিউ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. এটিএম রেজাউল করিম জানান, বন্যার সময় ত্রাণ সহায়তার পাশাপাশি পানি চলে যাওয়ার পর ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন ও স্বাস্থ্যসেবা নিয়ে কাজ করা হবে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm