বন্যার্তদের জন্য ত্রাণ দিল চট্টগ্রামের বনজৌর

ভয়াবহ বন্যা কবলিত ফেনী জেলার দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে চট্টগ্রামের বনজৌর পরিবার। বনজৌর রেস্টুরেন্টের উদ্যোগে দেওয়া ত্রাণ সামগ্রী চট্টগ্রাম সেনানিবাসের আর্মি ত্রাণ গ্রহণকেন্দ্রে হস্তান্তর করা হয়েছে।

রোববার (২৫ আগস্ট) এসব ত্রাণ বনজৌরের পক্ষ থেকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়।

বনজৌরের ব্যবস্থাপনা পরিচালক পলাশ কান্তি দে’র নেতৃত্বে পরিচালক (অপারেশন) মো. কাজী ইকবাল হোসেন, পরিচালক (ক্রয়) সুদীপ কুমার মিত্র, পরিচালক (এডমিন) বিকাশ কান্তি দাশ, পরিচালক আব্দুল মান্নান ও পরিচালক প্রাণ গোপাল বনিক ও বনজৌর টিম অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

ত্রাণসামগ্রী গ্রহণ করেন কর্নেল এনাম, কর্নেল নাঈম, মেজর শোয়েব এবং মেজর শামসুদ্দিন।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm