বন্যার্তদের জন্য একদিনের বেতন দেবে চবির শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীরা
শিক্ষকদের টাকা পাবে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীরাও
দেশের বিভিন্ন জায়গায় বন্যা দুর্গতদের সহায়তায় একদিনের বেতন সমপরিমাণ টাকা প্রদান করার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। তাদের একদিনের বেতনের পরিমাণ হবে প্রায় ২৫ লাখ টাকা।
রোববার (২৫ আগস্ট) বিশ্ববিদ্যালয় অফিসার ও কর্মচারী সমিতির পৃথক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে শুক্রবার (২৩ আগস্ট) শিক্ষক সমিতির জরুরি সাধারণ সভায়ও একই সিদ্ধান্ত নেওয়া হয়।
এ বিষয়ে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক এবিএম আবু নোমান চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, দেশের বিভিন্ন জেলায় স্মরণকালের ভয়াবহ বন্যায় মানবিক বিপর্যয় নেমে এসেছে। বর্তমানে আমাদের দেশ একটি ক্রান্তিকাল অতিক্রম করছে। তাই বন্যার্তদের সহযোগিতা করার জন্য আমরা এক দিনের সমপরিমাণ অর্থ প্রদান করার সিদ্ধান্ত নিয়েছি।
শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মাহবুবুর রহমান চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, আমরা শিক্ষকদের সব টাকা সংগ্রহ করে প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে দেব। এখান থেকে কিছু টাকা আমাদের শিক্ষার্থীদের মধ্যে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা পাবে।
অফিসার সমিতির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল আসাদ বলেন, আমরা সর্বসম্মতিক্রমে বন্যার্তদের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছি। এই জন্য আমাদের অফিসার সমিতির সকল সদস্য ও সমিতির ফান্ড থেকে প্রায় ৬ লক্ষ টাকা দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আমরা এই টাকা বিভাগীয় কমিশনারের কাছে জমা দিব। সেখান থেকে সরকারি তহবিলে যাবে।
কর্মচারী সমিতির সভাপতি সুমন মামুন বলেন, বন্যার্তদের পাশে দাঁড়াতে বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক কর্মচারী তিনশত টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তবে কেউ চাইলে এর বেশিও দিতে পারবে। এছাড়া আমরা সমিতি থেকে কিছু অর্থ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। যার সর্বমোট পরিমাণ হবে প্রায় ২ লক্ষ টাকা।
এমআই