রেলের ব্লক টিকেট বিক্রি ও ব্যবস্থাপনা সুষ্ঠু করার লক্ষে সকল প্রকার টিকেট বুকিং (অটো কোটা ব্যতিত) বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।
রোববার (২২ ডিসেম্বর) রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) মো. মিয়া জাহান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জানা যায়, ব্লক টিকিট বিক্রয়ের সুষ্ঠু ব্যবস্থাপনা আনায়নের জন্য সকল প্রকার ব্লক টিকেট বুকিং (অটো কোটা ছাড়া) আপাতত বন্ধ রাখার জন্য বলা হয়েছে। টিকেট সফটওয়্যারের প্রয়োজনীয় সংশোধনী আনার জন্য এ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অটো কোটার টিকেট পরিচালক (ট্রাফিক), বাংলাদেশ রেলওয়ে, রেলভবন, স্ব স্ব ডিসিও কর্তৃক জারিকৃত (১৪ ফেব্রুয়ারি ২০১২) পরিপত্র অনুযায়ী ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হয়।
উল্লেখ্য, রেলের বিভিন্ন কোটায় বুকিং করা টিকেট ভিআইপি ও কালোবাজারির হাতে চলে যাওয়ায় টিকেট সংকট লেগেই থাকে। বিশেষত দুই ঈদে নানান কোটা ও ভিআইপি ফরমায়েশ মেটানোর কারণে কালোবাজারি ও টিকেট সংকট সৃষ্টি হয়।
সিএম/এসবি/এসএ