বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ মাদক কারবারি হাসপাতালে

কক্সবাজারের উখিয়ায় মাদক ক্রয়-বিক্রয়ের সময় র‍্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে এক মাদক কারবারি গুলিবিদ্ধ হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে ৮ হাজার পিস ইয়াবা, ১টি বিদেশি পিস্তল, ১টি তাজা গুলি, ১টি খালি খোসা ও ১টি রামদা উদ্ধার করা হয়।

গুলিবিদ্ধ মাদক কারবারি জাফর আলম (৪০) বালুখালী এলাকার ছৈয়দ মোস্তফার ছেলে।

রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে বালুখালী কাস্টমস এলাকায় এ ঘটনা ঘটে।

র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী, কতিপয় অস্ত্রধারী মাদক ক্রয় বিক্রয়কালে র‍্যাব অভিযান পরিচালনা করে। এ সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে গুলি করলে আত্মরক্ষার্থে র‍্যাবও পাল্টা গুলি চালায়। এতে জাফর আলম নামে এক মাদক কারবারি গুলিবিদ্ধ হয়।

তাৎক্ষণিক র‍্যাব ওই মাদক কারবারিকে চিকিৎসার জন্য কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে যায়। পরবর্তীতে কর্তব্যরত চিকিৎসক তাকে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রাত ৮টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হচ্ছে বলে জানান তিনি।

এসএ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!