বন্দর থানা মোটর চালক দলের আহ্বায়ক হানিফ, সদস্য সচিব জহির

চট্টগ্রামের বন্দর থানা মোটর চালক দলের আহব্বায়ক কমিটি গঠন করা হয়েছে। মো. হানিফকে আহ্বায়ক ও মো. জহিরকে সদস্য সচিব করে ৩৩ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

রোববার (২৭ অক্টোবর) রাত ৮টায় এ উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়।

মো. হানিফের সভাপতিত্বে ও মোহাম্মদ জহিরের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন বন্দর থানা বিএনপির সভাপতি মো. হানিফ সওদাগর।

প্রধান বক্তা ছিলেন বন্ধর থানা বিএনপির সাধারণ সম্পাদক মো. জাহিদ হাসান।

বিশেষ অতিথি ছিলেন ৩৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. জাহিদ হোসেন, মোটর চালক দলের মহানগর সিনিয়র সহ-সভাপতি মো.হাসেম, সাধারণ সম্পাদক নুরুউদ্দিন মুন্না, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম।

আলোচনা সভায় বন্দর থানা মোটর চালক দলের মো. হানিফকে আহ্বায়ক ও মো. জহিরকে সদস্য সচিব করে ৩৩ সদস্যের কমিটির অনুমোদন দেওয়া হয়।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm