বন্দর এলাকায় ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

চট্টগ্রাম নগরীর বন্দর থানার ধুপপোল মিস্ত্রিপাড়া এলাকায় চাঁদাবাজির প্রতিবাদ করায় মো. মুসলিম উদ্দিন (৪৮) নামের এক ব্যক্তি ছুরিকাঘাতে নিহত হয়েছেন।

একই এলাকার বখাটে যুবক মিজান মুসলিম উদ্দিনকে ছুরিকাঘাত করে মৃত্যু নিশ্চিত করেছে বলে জানিয়েছে পুলিশ। তাকে গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে বলে জানান বন্দর থানার অফিসার ইনচার্জ কাজী সুলতান মোহাম্মদ আহসান উদ্দিন।

রোববার (১৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটলেও থানায় এখনো মামলা দায়ের হয়নি। মো. মুসলিম ওই এলাকার মোহাম্মদ মিয়ার ছেলে।

বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসান উদ্দিন জানান, নিহত মুসলিম উদ্দিন প্রবাসী ছিলেন। স্থানীয় বখাটে যুবক মিজান ভাঙ্গারী দোকানদার আমিরের কাছে চাঁদা দাবি করে আসছিলেন। রোববার রাতে পুনরায় চাঁদা চাইতে এলে দোকানের পাশে দাড়িয়ে থাকা মুসলিম উদ্দিন প্রতিবাদ করেন। কথা কাটাকাটির এক পর্যায়ে মিজান মুসলিম উদ্দিনকে উপর্যুপরি কয়েকবার ছুরিকাঘাত করলে মাটিতে লুটিয়ে পড়েন মুসলিম উদ্দিন। পরে চট্টগ্রাম মেডিকেলে নিয়ে গেলে সেখানেই মারা যান মুসলিম উদ্দিন। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে।

দাফন শেষ নিহতের পরিবার থেকে মামলা দায়ের করা হবে বলে জানান তিনি।

আইএমই/এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm