বন্দরে রাস্তার পাশে দু’দিন ধরে পড়ে ছিল প্রাইমমুভার চালকের লাশ

চট্টগ্রাম নগরীর বন্দর থানার সল্টগোলা ক্রসিং থেকে জাকির হোসেন (৩৪) নামের এক প্রাইমমুভার ট্রেইলার চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে সল্টগোলা ব্রিজের পাশে ঝোঁপ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত জাকিরের বাড়ি নোয়াখালীর কবিরহাট এলাকায়। তিনি ওই এলাকার হাবীবুর রহমানের ছেলে। চট্টগ্রামে প্রাইমমুভার ট্রেইলার চালক হিসেবে কর্মরত ছিলেন তিনি।

বিষয়টি নিশ্চিত করে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবীর চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘লাশের গন্ধ ছড়িয়ে পড়লে পথচারীরা বিষয়টি দেখে শনিবার সকাল সাড়ে ১১টার দিকে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে এক যুবকের লাশ উদ্ধার করে।’

তিনি আরও বলেন, ‘নিহতের পরিচয় পাওয়া গেছে। তার নাম জাকির হোসেন। তিনি চট্টগ্রামে প্রাইমমুভার চালক হিসেবে কর্মরত ছিলেন। কী কারণে তাকে হত্যা করা হয়েছে তদন্তে জানা যাবে।’

ওসি বলেন, ‘দু’দিন ধরে তার লাশ ঝোঁপের মধ্যে পড়ে ছিল বলে প্রাথমিক ধারণা করছি। অন্য কোথাও মেরে পরে ব্রিজের এখানে ফেলে গেছে।’

এমএ/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!