বন্দরে জাহাজ থেকে পিছলে পড়ে ফিলিপাইনের নাবিকের মৃত্যু

চট্টগ্রাম বন্দরে জাহাজের হ্যাজ (খোপ) বন্ধ করার সময় পিছলে পড়ে এক ফিলিপাইনের নাবিকের মৃত্যু হয়েছে। নিহত জোয়েল ডি ব্রেন্ডা (৩৫) ‘এমভি তালিয়া এইচ’ এর নাবিক ছিলেন।

সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

বন্দরের হারবার মাস্টার মো. জহিরুল ইসলাম চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, বন্দরের ৪ নম্বর জেটিতে বাধা ছিল এমভি তালিয়া এইচ। সেখানেই দুর্ঘটনাবশত একজন নাবিক হ্যাজে পড়ে যায়। পরে তাঁর মৃত্যু হয়।

জাহাজটির লোকাল এজেন্ট রেণু শিপিং লাইনের ব্যবস্থাপক মো. এরফান জানান, বন্দরে অবস্থানরত এমভি ‘তালিয়া এইচ’ জাহাজের নাবিক জোয়েল ডি ব্রেন্ডা হ্যাজ কাভার বন্ধ করার সময় পা পিছলে নিচে পড়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

জাহাজের মালিকের নির্দেশনা অনুযায়ী নাবিকের মরদেহ নিজ দেশে ফেরত বা চট্টগ্রামে ধর্মীয় রীতি অনুযায়ী সৎকার করা হবে জানা গেছে।

এএস/এমএহক

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm