বন্দরের ভেতরে সাইফ পাওয়ারটেকের অবৈধ গাড়ির ছড়াছড়ি

চট্টগ্রাম বন্দরের ভেতরেই সাইফ পাওয়ারটেক নিবন্ধনবিহীন ভারী গাড়ি ব্যবহার করে আসছিল বছরের পর বছর ধরে। শেখ হাসিনা সরকারের ঘনিষ্ঠ সহযোগী রুহুল আমিন তরফদারের মালিকানাধীন প্রতিষ্ঠানটির প্রভাবে কেউই এতোদিন এ নিয়ে উচ্চবাচ্য করতে পারেনি।

মঙ্গলবার (৮ অক্টোবর) চট্টগ্রাম বন্দরে জেলা প্রশাসন ও বিআরটিএর একটি বিশেষ যৌথ অভিযানে সাইফ পাওয়ারটেকের কনটেইনার বহনকারী ১০টি ট্রেইলারকে (লং ভেহিক্যাল) রেজিস্ট্রেশন না থাকায় ৩০ হাজার টাকা করে মোট ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহমুদ হাসান অবশ্য জানিয়েছেন, চট্টগ্রাম বন্দরের অভ্যন্তরে সাইফ পাওয়ারটেকের বিভিন্ন টার্মিনালে নিবন্ধনবিহীন অন্তত ৬০টি বিভিন্ন ধরনের যানবাহন দেখা গেছে। এসব গাড়ি বিভিন্ন জেটি, ইয়ার্ড ও টার্মিনালে ব্যবহার হয়ে আসছে।

এ সময় তিনি দ্রুততম সময়ের মধ্যে সব গাড়িকে রেজিস্ট্রেশনের আওতায় আনার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।

যৌথ এই অভিযানে চট্টগ্রাম বিআরটিএর পক্ষে উপস্থিত ছিলেন চট্ট মেট্রো-১ সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) আনোয়ার হোসেন, চট্ট মেট্রো-২ সার্কেলের মোটরযান পরিদর্শক পলাশ খীসা, চট্টগ্রাম জেলা সার্কেলের সহকারি মোটরযান পরিদর্শক আব্দুল মতিন, বিআরটিএ বিভাগীয় কার্যালয়ের বেঞ্চ সহকারি আল-ফরহাদ ও এমিল চাকমা।

সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm