বন্দরের ফুটপাতে জন্ম নিল শিশু, মানসিক ভারসাম্যহীন মা

চট্টগ্রাম বন্দর থানার ফুটপাতেই বাচ্চা প্রসব করলেন মানসিক ভারসাম্যহীন এক নারী। বৃহস্পতিবার (৪ মার্চ) সকাল পৌনে আটটার দিকে চট্টগ্রামের বন্দর থানা ভবনের বিপরীতে ফুটপাত থেকে ওই মা ও শিশুকে উদ্ধার করে পুলিশ। পরে তাদের উদ্ধার করে আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ভর্তি করানো হউ।

বিষয়টি নিশ্চিত করে বন্দর থানার এএসআই মো. আমান বলেন, ‘সকাল পৌনে আটটার দিকে ডিউটি শেষ করে থানার দিকে ফিরছিলাম। হঠাৎ এক শিশুর কান্নার আওয়াজ শুনতে পেলাম। ফুটপাতের দিকে নজর পড়তেই দেখলাম এক নারী প্রসব বেদনায় চিৎকার করছে। তাৎক্ষনিক থানার ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে কথা বলে শিশু ও মাকে গাড়িতে তুলে নিই আমরা। তাদের আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে নিয়ে যাই। সেখানকার চিকিৎসকরা তাদের চিকিৎসার আওতায় নিয়ে আসেন। ওই নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন। চিকিৎসকরা জানিয়েছেন মা ও শিশু সন্তান সুস্থ আছেন।’

তিনি আরও বলেন, ‘মানসিক ভারসাম্যহীন ওই নারীর পরিচয় জানতে আমরা কাজ শুরু করেছি।’

মুআ/এমএমফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!