চট্টগ্রাম বন্দরের বেদখল হওয়া এক একর ভূমি উদ্ধার করেছে কর্তৃপক্ষ। এ সময় অভিযান চালিয়ে ১৫০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
সোমবার (২ নভেম্বর) সকালে বন্দর কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে নিউমুরিং তক্তারপুল এলাকার এমপিবি গেইট থেকে নেভি গেইট পর্যন্ত ১৫০টি দোকান গুড়িয়ে দেওয়া হয়। এতে মোট এক একর জমি দখলমুক্ত করা হয়।
চট্টগ্রাম বন্দরের অথরাইজড অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গৌতম বাড়ৈ ও এসিস্ট্যান্ট এস্টেট ম্যানেজার মুহাম্মদ শিহাব উদ্দিন, সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা ও কর্মচারীরা এ অভিযানে অংশ নেন।
বন্দর কতৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট গৌতম বাড়ৈ বলেন, ‘১৫০ টি অবৈধ দোকান গুড়িয়ে দেওয়া হয়েছে। সেই সাথে দখলমুক্ত করা হয়েছে বন্দরের এক একর ভূমি। এ অভিযান অব্যাহত ধাকবে।’
এএস/এমএফও