বন্দরের আউটার রিং রোডে অবৈধ মাছের আড়ৎ ও দোকান উচ্ছেদ

চট্টগ্রাম নগরীর বন্দরেরর আনন্দবাজার ও আউটার রিং রোডের দু’পাশে অভিযান চালিয়ে প্রায় অর্ধশত অবৈধ মাছের আড়ৎ ও দোকান উচ্ছেদ করা হয়। চট্টগ্রাম সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত এসব অবৈধ দোকান উচ্ছেদ করেন।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) সকালে এই অভিযানে নেতৃত্ব দেন সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী জানান, আনন্দবাজার এলাকায় রোডের দু’পাশে দখল করে অবৈধ মাছের আড়ৎ ও দোকান গড়ে তোলা হয়েছে। এই সময় প্রায় ৫০টি মাছের আড়ৎ ও দোকান উচ্ছেদ করা হয়েছে।

আরএ/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm