চট্টগ্রাম বন্দরকে আরও ৫০ বছর এগিয়ে নিতে যন্ত্রাংশ কেনা হচ্ছে

নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর (অব.) রফিকুল ইসলাম বলেছেন, চট্টগ্রাম বন্দরের উন্নয়নে দীর্ঘ মেয়াদী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আগামী ৫০ বছর পর কি পরিমাণ চাপ হবে সেটি এখন চিন্তা করেই উন্নয়নকাজ ও ইক্যুইপমেন্ট সংগ্রহ করা হচ্ছে। এই চিন্তাটা যদি ৫০ বছর আগে করা যেতো তাহলে আমরা এর সুফল বহন করতে পারতাম। কিন্তু করা হয়নি।

রবিবার (১৯ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় সাংবাদিকদের সাথে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

রফিকুল ইসলাম বলেন, দেশের অর্থনীতির গতিকে আরো বেগবান করতে চট্টগ্রাম বন্দরের উন্নয়নের কোন বিকল্প নেই। এছাড়া কর্ণফুলী নদী ড্রেজিংয়ের পাশাপাশি দূষণরোধ ও অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হবে। বে টার্মিনাল দ্রুত নির্মাণের লক্ষ্যে ফাস্ট ট্র্যাকে আনতে শিগগির প্রধানমন্ত্রী উদ্যোগ নেবেন বলেও জানান তিনি।

প্রেস ব্রিফিংয়ের সময় বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়াল এডমিরাল জুলফিকার আজিজ চট্টগ্রাম বন্দরের বর্তমান সক্ষমতা সম্পর্কে তথ্যচিত্র তুলে ধরেন। তিনি বন্দরের উন্নয়নে সংসদীয় কমিটির ভূমিকাকে ইতিবাচক উল্লেখ করে ধন্যবাদ জানান।

এছাড়া আন্তর্জাতিক র‌্যাংকিয়ে চট্টগ্রাম বন্দর আগামীতে ৫৭তম অবস্থানে আসবে বলে আশা প্রকাশ করেন বন্দর চেয়ারম্যান।

কমিটির সভাপতি মেজর (অব.) রফিকুল ইসলামের নেতৃত্বে পরিদর্শন টিমে রয়েছেন সদস্য রণজিৎ কুমার রায়, মাহফুজুর রহমান, এম আবদুল লতিফ, ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, এসএম শাহজাদা, নৌ পরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আব্দুছ ছাত্তার, উপ সচিব বেগম মালেকা পারভীন, ড. দয়াল চাঁদ মণ্ডল, জাতীয় সংসদ সচিবালয়ের উপ পরিচালক আবদুল জব্বার, সিনিয়র সহকারী সচিব এসএম আমিনুল ইসলাম।

তারা চট্টগ্রাম বন্দরের নির্মাণাধীন পতেঙ্গা কনটেইনার টার্মিনাল, এনসিটি, সিসিটি ও কর্ণফুলী চ্যানেল ও মাতারবাড়ি প্রকল্প পরিদর্শন করেছেন।

নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা বোট ক্লাব থেকে শুক্রবার পরিদর্শন কার্যক্রম শুরু করে।

এ সময় সদস্য (প্রকৌশল) ক্যাপ্টেন মহিদুল হাসান চৌধুরী, হারবার মেরিন কমডোর শফিউল বারী, চিফ হাইড্রোগ্রাফার কমান্ডার এম আরিফুর রহমান, সচিব মো. ওমর ফারুক, ডেপুটি ম্যানেজার (এস্টেট) জিল্লুর রহমান, উপ সচিব আজিজুল মওলা প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়া চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলমসহ বন্দর ব্যবহারকারী ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

এএস/এসএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm