বদলি ঠেকাতে দৌড়ঝাঁপ চট্টগ্রামের এক ওসির, ২০ দিনেও ছাড়েননি কর্মস্থল

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেনকে ২০ দিন আগে রংপুর রেঞ্জে বদলি করা হলেও তিনি এখনও কর্ণফুলীতে অবস্থান করছেন। বদলির নির্দেশ অমান্য করে দায়িত্বে বহাল থাকায় বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে সমালোচনা তৈরি হয়েছে।

জানা গেছে, গত ১৩ নভেম্বর পুলিশ সদর দপ্তরের পার্সোনাল ম্যানেজমেন্ট-২ শাখার প্রজ্ঞাপনে ওসি মনিরকে রংপুর রেঞ্জে বদলি করা হয়।

কর্ণফুলী থানার দায়িত্ব নেওয়ার মাত্র দু’মাসের মাথায় ওসি মনিরের বিরুদ্ধে একাধিক বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ ওঠে।

বিতর্কিত কর্মকাণ্ডের মধ্যে-কর্ণফুলীতে পিতা হত্যার ঘটনায় তড়িঘড়ি করে ১৬৪ ধারার জবানবন্দি আদায়, আসামিদের জব্দকৃত টাকা পয়সা নিয়ে নানা অনিয়ম, সেভেন রিং সিমেন্ট কারখানার সামনে মানববন্ধন ঠেকাতে ব্যর্থতা, জুলধা এলাকায় তেল চোরাকারবারীদের আধিপত্য এবং প্রভাবশালী ব্যবসায়ীদের পক্ষে অবস্থান নেওয়া, বিএনপি নেতার জাহাজ নিয়ে লঙ্কাকাণ্ড, গত দু’মাসে আইনশৃঙ্খলার অবনতি।

নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, বদলির নির্দেশ পাওয়ার পরও ওসি মনির কর্ণফুলীতে থাকতে মরিয়া হয়ে উঠেছেন। এজন্য তিনি ঢাকার পুলিশ সদর দপ্তর এবং সিএমপি সদর দপ্তরে তদবির চালিয়ে যাচ্ছেন। প্রভাবশালী রাজনৈতিক নেতাদের মাধ্যমেও তাঁর বদলি ঠেকানোর চেষ্টা চলছে।

পুলিশ সদর দপ্তরের এক কর্মকর্তা জানান, অনেক পুলিশ কর্মকর্তা বদলির আদেশ পরিবর্তনের জন্য নানান অজুহাত দেখান। কিন্তু এটি প্রশাসনিক নিয়মের বাইরে।

এ বিষয়ে জানতে ওসি মোহাম্মদ মনির হোসেনকে একাধিকবার কল করা হলেও ফোন রিসিভ করেননি।

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm