বড় স্বপ্ন নিয়ে জ্ঞান অর্জনকেই লক্ষ্য বানাতে হবে, কৃতি শিক্ষার্থী সংবর্ধনায় সাঈদ নোমান

শিক্ষার্থীদেরকে বড় স্বপ্ন নিয়ে শেখার আগ্রহে পড়াশুনা করার পরামর্শ দিয়েছেন ইস্ট ডেলটা বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান সাঈদ আল নোমান। তিনি বলেন, ভাল ফলাফল করা অবশ্যই গুরুত্ব রাখে। তবে এর চেয়ে গুরুপূর্ণ হল শেখার আগ্রহ এবং বড় স্বপ্ন দেখা। ২০ বছরে আপনাদের এমন অবস্থায় যেতে হবে যেখানে দাঁড়িয়ে এইচএসসিতে আপনি কী ফলাফল করেছিলেন সেটা বিশেষ গুরত্ব পাবেনা। গুরুত্ব পাবে শিক্ষা প্রক্রিয়ায় আপনারা কী জ্ঞান অর্জন করেছেন সেটা।

চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে একটি কৃতি শিক্ষার্থী সংবর্ধনায় বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন সাঈদ আল নোমান।

আলোকায়ন নামে একটি সামাজিক সংগঠনের উদ্যোগে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শাহজালাল হলের প্রভোস্ট অধ্যাপক ড. ফুয়াদ হাসান। তিনি বলেন, শিক্ষকতা জীবনের অভিজ্ঞতায় বলতে পারি গত দুই দশকে যেসব শিক্ষার্থী আমরা পেয়েছি তাদের গুনগত মান ধারাবাহিকভাবে অবনতির দিকে ছিল। এজন্য অবশ্য শিক্ষার্থীদের আমি দোষ দিই না। পরিকল্পিতভাবে শিক্ষার মান দুর্বল করেছিল সরকার, যাতে মেধার বিকাশ না হয়। আর তাদের কতৃত্ববাদী শাসন কোনো প্রশ্নের মুখে না পড়ে। আপনাদের আমি প্রযুক্তিমুখী শিক্ষায় সময় দেওয়ার পরামর্শ দিব। নিজেদের প্রসঙ্গিক বিভিন্ন বিষয়ে পারদর্শী করে তোলাই শিক্ষার মূল উদ্দেশ্য এটি মনে রেখেই আপনাদের এগিয়ে যেতে হবে।

আলোকায়নের সভাপতি শরীফ মো. শাহজাদার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের উপ পরিচালক মোশাররফ হোসেন, এনায়েতবাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ সুরাইয়া বেগম, সীতাকুণ্ডের তাহেরা মঞ্জুর কলেজের সাবেক অধ্যক্ষ মোকতাদের আজাদ খান, ডেল্টা ইমিগ্রেশনের সিইও মোহাম্মদ আলমগীর, সমাজকর্মী মহসিন কবির আপে।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সমাজকর্মী ইকবাল ইবনে মালেক, আলোকায়নের যুগ্ম সাধারণ সম্পাদক মহির আলম মান্না, রিফাত রহমান, কাজী তাহফিমুল হক, চাইন্ড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি সাইফুল ইসলাম শাকিল।

সংবর্ধিত শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন মোমেনা সুলতানা ও মাকসুদুর রহমান আমির।

আলোকায়নের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান জাহিদের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভার শুরুতে কোরয়ান তেলওয়াত করেন সায়েদ মাহমুদ এবং গীতা পাঠ করেন সজিব দাস। সংবর্ধনা শেষে সাংস্কৃতিক পরিবেশনা করেন শিল্পী মিলন দাশ ও তার দল।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm