বজ্রপাতে কৃষকের মৃত্যু মিরসরাইয়ে

চট্টগ্রামের মিরসরাইয়ে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে।

নিহত কৃষকের নাম মো. জহিরুল হক (৬০)। তিনি উপজেলার সোনাপাহাড় এলাকার রফিউজ্জামানের ছেলে। তার চার ছেলে ও এক মেয়ে রয়েছে।

শনিবার (১০ সেপ্টেম্বর) উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড মধ্যম সোনাপাহাড় এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা আনোয়ার হোসেন বলেন, ‘শনিবার দুপুরে বাড়ির পাশের জমিতে আমন ধানের চারা রোপণের সময় হঠাৎ বজ্রপাতে গুরুতর আহত হন জহিরুল। এরপর তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তৃব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। একইদিন মাগরিবের পর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।’

বিষয়টি নিশ্চিত করেছেন জোরারগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম মাস্টার।

ডিজে

Yakub Group

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!