বছরের শেষ দিনে জেমস থাকবেন চট্টগ্রামে, গাইবেন র‌্যাডিসনে

বছর শেষ হতে আর হাতেগোণা কয়েকটা দিন। আর বছরের শেষ দিনটিতে ‘গুরু’ হিসেবে খ্যাত নগরবাউল জেমস থাকছেন চট্টগ্রামে। তবে তার আগে রোববার (১২ ডিসেম্বর) থেকেই বিভিন্ন কনসার্টে জেমসকে পাওয়া যাচ্ছে।

জেমস মানে উন্মাতাল সুর, ‘সিনায় সিনায় লাগে টান’। বাংলাদেশের ব্যান্ডের এই মহাতারকার ভাষায়, ‘আমি তোমাদেরই লোক’। কিন্তু মঞ্চে উঠলে তিনি যতটা কাছের, মঞ্চ ছাড়তেই ততটা দূরের তারা।

ভক্তদের জন্য আনন্দের খবর হল— বিজয়ের মাসে বেশ কিছু আয়োজনে কয়েকটি কনসার্টে গাইতে চলেছেন জেমস।

এর মধ্যে বছরের শেষ দিন অর্থাৎ ৩১ ডিসেম্বর জেমস থাকবেন চট্টগ্রামে। নগরীর পাঁচতারকা হোটেল র‌্যাডিসন ব্লুতে এদিন গাইবেন তিনি।

এর আগে আগামী ১৫ ডিসেম্বর জেমসকে পাওয়া যাবে গুলশান ক্লাবে। তার পরদিন (১৬ ডিসেম্বর) অর্থাৎ বিজয় দিবসে জেমস ঢাকায়ই থাকবেন। তবে ওইদিন কোথায় কনসার্ট, সেটা জানা যায়নি।

আগামী ১৮ অথবা ১৯ ডিসেম্বর যেকোনো একদিন জেমস থাকবেন রাজধানীর প্যারেড গ্রাউন্ডে।

এরই মধ্যে রোববার (১২ ডিসেম্বর) জেমস ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ও ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উদযাপন উপলক্ষে ‘ডিইউ১০০ কনসার্ট’-এ গাইলেন তিনি।

সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!