বছরের শেষ দিনে চট্টগ্রামে ছাত্রলীগের নতুন দুই কমিটি, পদবঞ্চিতদের পথ অবরোধ

ইমু-দস্তগীরকে অবাঞ্চিত ঘোষণা

বছরের শেষ দিনে এসে নগরে দুটি কমিটি ঘোষণা করেছে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ। শুক্রবার (৩১ ডিসেম্বর) নগর ছাত্রলীগের সভাপতি ও সাধারন সম্পাদকের স্বাক্ষরে এই দুটি কমিটি ঘোষণা করা হয়।

আকবর হোসেন রাজনকে আহ্বায়ক নির্বাচিত করে আগামী ৩ মাসের জন্য ৭৮ সদস্য বিশিষ্ট সদরঘাট থানা আহ্বায়ক কমিটি এবং ফরহাদ উদ্দিন জিতুকে সভাপতি ও ফয়সাল বাদশাকে সাধারন সম্পাদক করে আগামী এক বছরের জন্য ৩৩ সদস্যর ২৬ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষণা করে নগর ছাত্রলীগ।

তবে ঘোষিত ২৬ নং ওয়ার্ডের কমিটিকে হাস্যকর ও প্যাকেজ কমিটি দাবি করে তাৎক্ষনিক বিক্ষোভ মিছিল ও রাস্তা অবরোধ কররেছে পদবঞ্চিত নেতারা। পদবঞ্চিত একাধিক নেতা চট্টগ্রাম প্রতিদিনকে জানান, প্রকৃত ছাত্রদের বাদ দিয়ে গার্মেন্টস শ্রমিক, ব্যবসায়ী ও ইমু দস্তগীরকে হাজিরা দেওয়া বখাটেদের নেতা বানানো হয়েছে যা ২৬ নং ওর্য়াডের ছাত্রসমাজ কখনো মানবে না। তাই এই কমিটির বিরুদ্ধে খুব শীঘ্রই পাল্টা কমিটি ঘোষনা করে হবে। এবং নগর ছাত্রলীগের সভাপতি সাধারন সম্পাদকসহ নির্বাচিত ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি জিতুকে ২৬ নং ওয়ার্ডে অবাঞ্চিত ঘোষণা করছি।

এর আগে হালিশহর থানা কমিটিতে তৃতীয় শ্রেণি পাশসহ ফার্নিসার মিস্ত্রিকেও থানা ছাত্রলীগের কমিটিতে নেতা বানায় নগর ছাত্রলীগ।

বিএস/এমএহক

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!